Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সোনালি মুরগি-লতিরাজ জয়পুরহাটের গর্ব আজ

ডাউনলোড ব্র্যান্ড বুক

সোনালি মুরগি-লতিরাজ জয়পুরহাটের গর্ব আজ

বিস্তারিত

পণ্য, খাবার, পর্যটন আকর্ষন কিংবা সাংস্কৃতিক বা লোকজ ঐতিহ্যে বাংলাদেশের প্রতিটি জেলা স্বাতন্ত্রমন্ডিত। জেলা ব্র্যান্ডিং এর মাধ্যমে এ স্বাতন্ত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য মৌলিক লোগো এবং লোগো পরিচিতিমুলক ট্যাগলাইন/ শ্লোগান অপরিহার্য। লতিরাজ কচু এবং সোনালি মুরগি জয়পুরহাটকে অন্নপূর্ণা জেলা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ণ অবদান রাখছে। প্রায় ১২০০ হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষাবাদ এবং প্রায় ৮৫০০টি খামারে সোনালি জাতের মুরগি লালন-পালন করা হচ্ছে। জেলার চাহিদা পুরনের পর দুটি পণ্যই দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। অধিকন্তু রাজধানীর কিছু রফতানীকারক প্রতিষ্ঠান লতিরাজ কচু প্রক্রিয়াজাত করে কুয়েত, মালেয়েশিয়া, সিংগাপুর, সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী করে ঠাকে। ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনসহ এ জেলার মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে পণ্য দুটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া জেলার অবকাঠামো উন্নয়ন ও মানুষের উন্নত জীবনমান, “সবার জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উপযুক্ত কর্মসংস্থানের (DECENT WORK) ব্যবস্থা করা”- শীর্ষক ৮নং SDG অর্জনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে উল্লিখিত জেলা ব্র্যান্ডিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে।

জেলা ব্র্যান্ডিং এর কর্মপরিকল্পনা

জেলা ব্র্যান্ড বুক জয়পুরহাট (২য় সংস্করণ)