জয়পুরহাট জেলা প্রশাসনের তথ্য বাতায়নে আপনাকে আমন্ত্রণ।
তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি সেবা সহজতর করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। সে লক্ষ্যে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, গুরুত্বপূর্ণ খবর, নোটিশ, বিজ্ঞপ্তি জেলা তথ্য বাতায়নে নিয়মিত আপডেট করা হয়। এতে জেলার সাধারণ তথ্যাবলীসহ রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, টেন্ডার বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার, স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য এবং প্রত্যেক দপ্তরের সিটিজেন চার্টার সন্নিবেশিত আছে যা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখতে পারে।
রূপকল্প ২০২১ বাস্তবায়নের অভিযাত্রায় বাংলাদেশ এখন ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়’। সরকার কর্তৃক গৃহীত নানামুখী উন্নয়ন কার্যক্রমের ফলে আজ আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছি। উন্নয়নের এ ধারাকে আরো বেশি কার্যকর ও বেগবান করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যেতে হবে আরোও বহুদূর। তথ্যপ্রযুক্তি নির্ভর এ শতাব্দীতে এ ওয়েব পোর্টালটি সে স্বপ্ন বাস্তবায়নে অনেকাংশে কাজে আসবে বলে আমাদের বিশ্বাস। এ জন্য আপনাদের যে কোন ধরনের পরামর্শ ও মতামত সবসময়েই কাম্য।
এ ওয়েব পোর্টালকে আজকের পর্যায়ে নিয়ে আসার সামগ্রিক প্রচেষ্টায় এ পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি এবং যারা আগামী দিনে একে আরো সমৃদ্ধ করবেন সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভ কামনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস