Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Cases

১। কোন চুক্তি, রশিদ বা অন্যকোন দলিল মুল্যে প্রাপ্য টাকা আদায়ের জন্য মামলা।

২। কোন অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা এর মূল্য আদায়ের জন্য মামলা।

৩। স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে এর দখল পুনরুদ্ধারের জন্য মামলা।

৪। কোনো অস্থাবর সম্পত্তির জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতপিূরণ আদায়ের মামলা।

৫। গবাদি পশু অনধকিার প্রবেশের কারণে ক্ষতিপূরণ মামলা।

৬। কৃষি শ্রমকদেরকে পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা।

৭। কোন স্ত্রী র্কতৃক তাহার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা ।

ব্যাখ্যাঃ এই ক্রমিকে বর্ণিত বিধান অন্য যে কোন আইনে প্রদত্ত প্রতিকারের অতিরিক্ত হিসেবে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হইবে এবং বলবৎ অন্য কোন আইনে এখতিয়ার র্খব করিবে না।

যখন দাবিকৃত  অর্থের পরিমান অথবা অস্থাবর সম্পত্তরি মূল্য অথবা অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তির মূল্য অথবা বকেয়া ভরণপোষণের পরিমান অনধকি ৩ (তিন) লক্ষ টাকা হয়।