রেড ক্রিসেন্টের কাজঃচক্ষু রোগীর সেবা প্রদান ও আর্ত মানবতার পাশে জয়পুরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সেবা প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব রেডক্রিসেন্ট কার্যক্রম ।
ক) চক্ষু রোগীর নামমাত্র ফি নিয়ে সেবা প্রদান করা হয়। এছাড়াও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
খ) সমগ্র জেলায় স্কুল, মাদ্রাসা এবং কলেজ সমূহে যুব ইউনিট গঠন করা এবং সেই সমস্ত ইউনিটে প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
গ) দূর্যোগ পরবর্তী সময়ে দূর্গত এলাকায় দ্রুত পৌছানোর পরে নিকটবর্তী ইউনিট দ্বারা রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা ও উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।
ঘ) দূর্যোগ পরবর্তী সময়ে দূর্গত এলাকায় দ্রুত জরীপ কাজ সম্পন্ন করে ত্রাণ কার্যক্রম ও পূর্ণবাসনসহ শীতবস্ত্র প্রদান করা হয়।
জয়পুরহাট রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দঃ
কেএম শহীদ ইকবাল সদু, সেক্রেটারী- ০১৭১১-১৬৫৯৬০
ই-মেইলঃ siqbal52@ymail.com
ডাঃ দেওয়ান রুহুল মাহবুব, উপ-পরিচালক ০১৭১১-৪৩৭৫৩২
মোঃ নাজমুল সাহাদৎ, উপ-পরিচালক ০১৫৫২-৪৩৪৩৯৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS