Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জয়পুরহাট জেলার বিষেশ অর্জন

বিষেশ অর্জন(জয়পুরহাট জেলা)

১। জয়পুরহাট জেলায় ফ্রিলান্সার তৈরির উদ্দ্যেশে নেওয়া হয়েছে এক অভিনভ উদ্দ্যেক। আগ্রহী দের মধ্যে থেকে মৌখিক পরিক্ষা নিয়ে প্রার্থী বাছাই করা হয়েছ। এবং এদের কে দির্ঘ মেয়াদি প্রশিক্ষন দেওয়া হবে।প্রায় ৬ সপ্তাহ ধরে বেসিস থেকে পুরস্কার প্রাপ্ত ফ্রিলান্সার দিয়ে প্রশিক্ষন দেওয়া হবে। এবং গ্রাফিক্স ডিজাইনের উপর দেওয়া হবে আরও দির্ঘ মেয়াদি প্রশিক্ষন ।

 

এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একটা রুমে কম্পিউটার এবং ওয়াইফাই কানেকশনের ব্যাবস্থা করা হবে, যাতে নতুনরা এসে কাজ শিখতে পারে।

 

 

 

২। ওয়াই ফাই সুবিধাঃ

ডাক বাংলো, সার্কিট হাউজ, জেলা প্রশাসকের সমগ্র কার্যালয় এলাকাকে ওয়াইফাই কাভারেজ সুবিধা প্রদান।

 

৩।মিউটেশন নোটিশ বোর্ডঃ

প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন নোটিশ বোর্ড স্থাপন।

 

৪।মোবাইল মিস প্রদানঃ

ইউনিয়ন থেকে জেলা অফিস পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারিকে এক প্যাকেজভূক্ত মোবাইল সিম প্রদান।

 

৫।পেন ড্রাইভ প্রদানঃ

ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের কে ডেটা পরিবহনের জন্য পেন ড্রাইভ প্রদান।

 

৬। পাবলিক হেয়ারিং ডেঃ

জয়পুরহাট জেলার সর্বস্তরের জনগনের অভাব অভিযোগ শ্রবণ ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে পাবলিক হিয়ারিং গ্রহণ করা হয়। উক্ত হিয়ারিং এ জেলা প্রশাসক উপস্থিত থেকে সাধারণ জনগণের সমস্যাবলী শুনে থাকেন এবং সে অনুয়ায়ী সংশ্লিষ্ট বিভাগকে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করে থাকেন। এর ফলে বিভিন্ন বিভাগের কাজের দীর্ঘসূত্রিতা হ্রাস, জনগণের অযথা হয়রানি বন্ধ ও কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।